বাবু কথা বলতে দেরী হওয়ার কারণ ও প্রতিকার
আসসালামু আলাইকুম দর্শক,আজ আমরা আলোচনা করবো বাবু কথা বলতে দেরী করে কেন এবং এর থকে ঘরে বসেই কিভাবে প্রতিকার পাওয়া যায়।স্পিচ থেরাপীর মাধ্যমেও এইটার চিকিৎসা করা যায় তবে আজ আমরা কথা বলবো ঘরে বসেই কি ব্যায়াম গুলো করলে বাচ্চার কথা বলা চালু হবে।অনেকেই ডাক্তারের কাছে গিয়ে বলেন যে তাদের বাবু তিন বছর হচ্ছে কিন্তু কথা বলতে পারেনা আবার অনেকে তোতলায় যাকে মেডিকেলের ভাষায় স্ট্যামারিং বলা হয়,অনেকেই তাড়াতাড়ি কথা বলতে গেলে আটকে যায় সেটা নিয়ে অনেক বাবা মারই টেনশন থাকে।তাই আমাদের আজকের বিষয় বাবুকে কি ধরণের ব্যায়াম করালে দ্রুত কথা বলবে।
দর্শক কিছু কিছু বিষয় আছে যেগুলো যদি আপনারা করেন তাহলে আপনার বাবুর স্পিচ ডেভেলপমেন্ট ব্যাপক ভূমিকা পালন করবে এবং আপনার বাবু ভালো থাকবে এবং খুব দ্রুত তার স্পিচটা ডেভেলপমেন্ট করবে।আর যেসমস্ত বাবুদের তোতলামো বা স্ট্যামারিং আছে সেটা কমে যাবে।চলুন জেনে নেই নিয়মগুলোঃ
দর্শক প্রথমে যেই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে তা হলো আপনারা যে ফোন বা ট্যাব যেসব ডিভাইস দিয়ে বাবুকে বসিয়ে রাখছেন বা কম্পিউটারের সামনে বসিয়ে রাখছেন সময় কাটানোর জন্য সেটা বন্ধ করতে হবে।এসব ডিভাইস দিয়ে আপনি বাবুকে যত বেশি এক্সপোসড করবেন তত বেশি এইসব আপনার বাবুর কথা বলা শেখার উপর চাপ ফেলবে।কারণ এইসব ফোনের মধ্যে বিভিন্ন রকম ভাষা থাকে যেমন হিন্দি ইংলিশ বাংলা, বাচ্চারা যখন এইসব ডিভাইস দেখবে তখন তাদের গ্রোয়িং ব্রেইন কনফিউজড হয়ে যায় যে তারা কোন ভাষাটি গ্রহণ করবে।অনেকেই বলে যে আমার ছেলে ইংলিশ আলফাবেট বলতে পারে এবং ছড়াও বলতে পারে কিন্তু বাংলা বলতে পারছেনা।এইখানেই সমস্যা,আপনার বাবুর যেই জিনিসটা মাথায় নেওয়ার কথা সেটা সে না নিয়ে অন্য জিনিস নিচ্ছে যার কোনো প্রয়োজন নেই।আপনি যদি প্রথমে আপনার শিশুকে বাংলা বলে দেখান তাহলেই ডাক্তারেরা খুশি হবে।তাহলে প্রথমেই যেই কাজটা আমাদের করতে হবে সেটা হলো মোবাইল বা ট্যাব ডিভাইসগুলো দেওয়া বন্ধ করুন।
দ্বিতীয় বিষয়টি হলো মাসাজ করা।আপনি আপনার বাবুকে প্রতিদিন তার গাল মাসাজ করে দিবেন।প্রায় দশ-পনেরো বার ধরে গালে মাসাজ করে দিবেন। তাহলে হবে কি আপনার বাচ্চার গাল গুলো সংকুচিত বা প্রসারিত হবে এবং তার কথা বলার ব্যাপকতা বাড়তে থাকবে।
তৃতীয়ত যে বিষয়টি আপনাদের করতে হবে তা হলো আপনারা আপনাদের বাবুকে বলুন ফোলাতে দেবেন।এখানে কোনো সফলতা বা বিফলতার বিষয় নাই যে আপনার বাবু বেলুন ফোলাতে পারে আরেক জনের বাবু পারেনা।বেলুন ফোলানোর উদ্দেশ্য হলো বাবু যখন বলুন ফোলাবে তখন তার গালের মাসলগুলো ব্যায়াম হবে কারণ আমরা কথা বলি মূলত আমাদের গাল এবং থুতনির যেই মাসল গুলো সেগুলোর কারণে।তাই এগুলো যত সুগঠিত হবে আপনার বাবু তত দ্রুত কথা বলা শিখবে।
চতুর্থ যে বিষয়টি আপনাদের করতে হবে তা হলো আপনার বাবুকে ফুঁ দিয়ে বাঁশি বাজাতে দিন।এখানেও কোনো সফলতা কিংবা বিফলতার বিষয় নেই বলুন ফোলানোর মতো বাঁশি তে ফু দেওয়ার মাধ্যমেও বাবুর ম্যাসেজ হবে এবং সে দ্রুত কথা বলা শিখবে।
পঞ্চম বিষয়টি হলো বাবুকে স্ট্র দিয়ে পানি খেতে দেওয়া।স্ট্র দিয়ে পানি খেলে বাবুর গালের ব্যায়াম হবে এবং সে দ্রুত কথা বলতে পারবে।
ষষ্ঠ যে বিষয় সেটি হলো র,ল,শ যে শব্দ গুলো খুব কঠিণ এইসব শব্দগুলো আপনার বাবুকে সঠিক উচ্চারণ শেখান।যত সে বেশি এইসব ভাষাগুলো বলা শিখবে তত তার কথা বলার ব্যাপকতা বাড়বে।এবং এই জিনিসগুলো বাবুকে আয়নার সামনে দাড়িয়ে শেখাতে হবে।আয়নার সামনে দাড়িয়ে শেখালে বাবু বুঝতে পারবে কিভাবে আপনি কথা বলছেন এবং সে ও সেইভাবেই কথা বলা শিখবে।
সপ্তম বিষয়টি হলো যা করবেন তা ডেসক্রাইব করবেন।ধরুন একটি লাল বল নিয়ে বাবুকে বলবেন যে এইটা একটা বল এবং এর রং লাল।এরকম বিভিন্ন বিষয় বাবুকে বোঝাবেন।বিভিন্ন পশু -পাখি চেনাবেন।বাবুকে আঁকতে দিবেন।বাবুকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ চেনাবেন এবং বাসায় কেউ আসলে তাকে সালাম দেওয়া শেখাবেন।মোট কথা হলো আপনি যা করবেন তা আবার ডেসক্রাইব করবেন।আপাত দৃষ্টিতে এইসব বিষয় গুলো হাস্যকর মনে হলেও এইসব বিষয় গুলো করলে আপনার বাবুর জীবন টাই বদলে যাবে।
সর্বশেষ যে বিষয়টি আলোচনা করবো তা হলো যেসব বাবুরা দ্রুত কথা বলতে গিয়ে আটকে যায় তাদেরকে আপনারা বলবেন যে আস্তে কথা বলো,দ্রুত কথা বলার দরকার নাই।দ্রুত কথা বলতে শুরু করার ফলে শিশুরা প্রথমেই হোঁচট খায় তাই তাদেরকে আস্তে কথা বলানোর অভ্যাস করতে হবে।শিশুকে দৈনন্দিন জীবনে যেসব ভাষাগুলো ব্যবহার হয় সেগুলো শেখান তাহলে তার কথা বলার ব্যাপকতা বেড়ে যাবে।
আপনি যদি উপরোক্ত নিয়মগুলো মেনে চলেন তাহলই ইনশাআল্লাহ আপনার শিশু খুব সুন্দর ভাবে কথা বলা শিখতে পারবে।এখন অনেক ইন্সটিটিউট আছে যেগুলো বাচ্চাদের স্পিচ থেরাপি দেয় কিন্তু আপনি যদি উপরোক্ত নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনার আর কোনো ইন্সটিটিউটে যাওয়া লাগবে না।
আজ এ পর্যন্তই,পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
related tag....বাবু কথা বলতে দেরী হওয়ার কারণ ও প্রতিকার,
বাচ্চা বোবা হওয়ার লক্ষণ,
অটিজম কি ধরনের সমস্যা,
বাচ্চাদের কথা বলা শেখানো,
বাচ্চা বোবা হওয়ার লক্ষণ,
বাচ্চাদের কথা বলার দোয়া,
Reasons and remedies for children being late to talk,
Home remedies for late talking child,speech delay treatment,
একটি মন্তব্য পোস্ট করুন